যে সাকেলে আয়কর নথি খোলা হয় সারা জীবন কি সেই সার্কেলে রিটার্ন্ দাখিল করতে হয় ? নাকি বদলী জনিত কারণে বদলীকতৃ কর্মস্থলের জন্য ধার্য্যকৃত সার্কেলে রিটার্ন্ দাখিল করা সম্ভব ?

সাধারণত যে সার্কেলে আয়কর নথি রয়েছে সেই সার্কেলে আয়কর রিটার্ন দাখিল করা ভাল। তবে বদলীকৃত কর্মস্থলের অধিক্ষেত্র অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে।। পুরোনো সার্কেলে চিঠি লিখে আয়কর নথিটি বদলী করাতে হবে