অবসরে যাওয়ার পরে পেনশন ছাড়া অন্য কোন আয় না থাকা সত্ত্বে ও কি প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে ?

কোন আয় থাকুক না থাকুক প্রত্যেক টিআইএন ধারীর ক্ষেত্রে যেহেতু রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে তাই করযোগ্য আয় না থাকা সত্তেও রিটার্ন দাখিল করতে হবে। কোন কর যোগ্য আয় না থাকলে বা নির্ধারিত কর মুক্ত আয় সীমা অতিক্রম না করলে কোন আয়কর প্রদান করতে হবেনা।